শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি চালু

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৭

৮ ঘণ্টা বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান।

ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিদের মারধরের ঘটনায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে সবধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সোমবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম বাহিনী কর্তৃক ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিদের মারধরের ঐ ঘটনা ঘটে।

ঐ ঘটনায় ভারতীয় ট্রাক বাবলু সরদার (৪৩) রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মন্ডলসহ ৮জন ভারতীয় নাগরিক আহত হন।

ইত্তেফাক/জেডএইচডি