সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

২৬ বছরেই মন্ত্রী হলেন তরুণী

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১২:১০

সুইডেনের নতুন জোট সরকারের জলবায়ু ও পরিবেশ-মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ২৬ বছর বয়সী এক তরুণী। নতুন এই মন্ত্রীর নাম রোমিনা পৌরমোখতারি। পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের দেশ সুইডেনের সবচেয়ে কম বয়সী মন্ত্রী তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোমিনা দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রীসভা ঘোষণা করেন। ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী।

প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। ছবি: সংগৃহীত

নাম ঘোষণার পর মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা। তবে তার অতীতে রাজনৈতিক ভূমিকায় জলবায়ু সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা থাকার কথা জানা যায়নি।

সুইডেনের স্টকহোম শহরের ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। দেশটির জলবায়ু মন্ত্রণালয়ে আগে ২৭ বছর বয়সী একজনের মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল।

এদিকে থুনবার্গ জানান, তিনি রাজনীতিতে নামতে চান না। কারণ, রাজনীতি একেবারে বিষাক্ত হয়ে গেছে।  

ইত্তেফাক/ডিএস/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন