শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জয়পুরহাটে নদীতে ডুবে যাওয়া দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৪:০৪

২০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে পুরানো কালি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শওকত আলী জোদ্দার বলেন, উদ্ধার করা দুজন হচ্ছেন জেলা শহরের রেল কলোনীর বিশ্বজিতের ছেলে সনজিত (২১) ও পরেশের ছেলে তন্ময় (১৬)। তিনি আরও বলেন, বুধবার দুপুরে সদরের ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকায় পুরানো কালি প্রতিমা বিসর্জন দিতে যায় ৬/৭ জন। এ সময় প্রতিমা বিসর্জন দেওয়া শেষে স্নান করার সময় প্রথমে তন্ময় ডুবে যায়। তাকে রক্ষা করতে এগিয়ে যায় সনজিত। সাঁতার না জানায় তারা দুজন একত্রে ডুবে যায়। এ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় রাজশাহী থেকে আগত ডুবুরী দলের সদস্যরা। সকাল ৯টা ৪৫ মিনিটে সনজিত ও ১০টা ২০ মিনিটের সময় তন্ময়ের লাশ উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

সনজিত স্নাতক ১ম বর্ষ ও তন্ময় কাশিয়াবাড়ি হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। আসন্ন কালিপূজা উপলক্ষে মন্দিরে থাকা পুরানো কালি প্রতিমা বিসর্জন দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় তারা। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

 

ইত্তেফাক/পিও