শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৩৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার দেবগ্রাম মুন্সিপাড়া বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  এলাকাবাসী এ খেলা আয়োজন করে। সাধারণ মানুষকে নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয়, চিত্তবিনোদন ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতি বছর এ লাঠি খেলার আয়োজন করা হয়।

লাঠি খেলায় লাঠিয়ালরা বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয়। লাঠি দিয়ে অন্য সঙ্গীর আক্রমণ ঠেকাতে থাকেন। লাঠি খেলার মূল আর্কষণ ছিল বৃদ্ধ লাঠিয়ালরা। দর্শকরা হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায়।

লাঠিয়াল তোরাপ সর্দার বলেন, এ লাঠিলেখা অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা এই খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। আমাদের সন্তানদের এ খেলা শিখিয়েছি। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐহিত্যবাহী এ খেলাটি টিকে থাকবে।

দর্শনার্থীদের একজন জানান, প্রতি বছর এই সময়ে আমরা লাঠি খেলা দেখতে আসি। তবে খেলার সুষ্ঠু পরিবেশ না থাকায় আমাদের ছেলেমেয়েরা মোবাইলে ভিডিও গেমসে আসক্ত হয়ে ঘরমুখী হয়ে পড়েছে। গ্রাম বাঙলার এই লাঠি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লাঠি লেখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফা মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ।

মেলা কমিটির সভাপতি জিন্দার মৃধা বলেন, লাঠি খেলাটি দর্শনার্থীদের আনন্দ দিতে প্রতি বছর এ খেলার আয়োজন করা হয়।

ইত্তেফাক/পিও