বেনাপোল বন্দর এলাকা থেকে ১০ পিচ (১ কেজি ২০০ গ্রাম ওজনের) সোনার বারসহ বহনকারী আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে পোর্ট থানার বেনাপোল বন্দর এলাকার গাজীপুর পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১০ পিচ সোনার বারসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।