বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে দুর্দান্ত ফর্মে থাকা নিজিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিবাঁধায় পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ড। দুর্ভাগ্যবশত পয়েন্ট হারানোয় আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু নিয়েই ভাবছে না কিউইরা। 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। তবে পরের ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারতে হয়েছে লঙ্কানদের। তাই আজ জয়ের ধারায় ফেরা ছাড়া বিকল্প নেই তাদের সামনেও। 

এদিক, ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে কিউই একাদশে ফিরছেন গত বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের ফাইনালে তোলার নায়ক অলরাউন্ডার ড্যারিল মিচেল। তার ফেরায় উজ্জীবিত হয়েছে দল। তাকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছেন মার্ক চ্যাপম্যানকে।

শ্রীলঙ্কাও আজ খেলতে নামছে এক পরিবর্তন নিয়ে। বিনুরা ফার্নান্দো ইঞ্জুরিতে পড়ায় তার জায়গায় একাদশে এসেছেন কাসুন রাজিথা।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

ইত্তেফাক/এসএস