সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ক্যান্সারের কাছে হেরে গেলেন বশেমুরবিপ্রবির শিক্ষক

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:৩৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি (৩০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) শিক্ষকের এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক শোক বার্তা প্রকাশ করা হয়েছে। 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, 'সোমবার দিবাগত রাত ২টায় খুলনার তেরখাদায় নিজ বাড়িতে শিক্ষক রাহাত রবি মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্তের পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।'  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, 'মৃত্যু মানুষের অবধারিত। তবে কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। বিশ্ববিদ্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ জোহর খুলনার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।'

ইত্তেফাক/এআই