শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০০:৩৬

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আজ নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। ডাচদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামবে জিম্বাবুয়ে। 

অ্যাদিলেড ওভালে বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় মাঠে নামবে দুই দল। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। সেই লক্ষ্যেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

দুই দলই প্রতঘম পর্ব পেরিয়ে উঠে এসেছিলো সুপার টুয়েলভের লড়াইয়ে।  সুপারত টুয়েলভে উঠে টানা তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ডাচদের। তবে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে।

পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রয়োগ ঠিকই দেখিয়েছে জিমাবুয়ে। বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলেও জাগিয়েছিলো জয়ের সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেখা থেকে ১ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে এখনও টিকে আছে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে। সেমিতে উঠতে হলে আজকের ম্যাচে অবশ্য জয়ের বিকল্প নেই রাজা-উইলিয়ামসদের সামনে। 

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, লুক জঙ্গউই, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, স্টিফেন মাইবার্গ, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, রোয়েলফ ফন ডার মারউই, লোগান ভ্যান বিক, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মেকেরেন, ব্রেন্ডন গ্লোভার।

ইত্তেফাক/এসএস