শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাসকিন-লিটনের প্রশংসা সাকিবের কণ্ঠে

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০০:৩৫

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। প্রথম ৭ ওভারের উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এসময় বৃষ্টি নামে। বৃষ্টির পর ১৫ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ হারলেও দারুণ পারফরম্যান্স করেছে লিটন দাশ ও পেসার তাসকিন আহমেদ। আর তাই ম্যাচ শেষে এই দুই ক্রিকেটারের প্রশংসা করলেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে সাকিব বলেন, 'দুর্দান্ত খেলা হয়েছে। দুই দলই বেশ উপভোগ করেছে। দিন শেষে কাউকে জিততে হবে এবং কাউকে হারতে হবে। লেটন সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের সেরা ব্যাটার এখন। ম্যাচ শুরু হওয়ার পর মনে হচ্ছিল আমরা এই রান তাড়া করে জিততে পারবো।'

ভারতের টপ অর্ডার বাটারদের দ্রুত আউট করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলো বাংলাদেশ। আর তাই শুরুতেই বার বার তাসকিনকে দিয়ে বোলিং করিয়েছেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়েছেন তাসকিন। ক্যাচ মিস করায় উইকেট শূন্য থাকতে হয় এই পেসারকে। আর তাই আক্ষেপ করেছেন সাকিব।

তিনি আরও বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত আউট করা। আর সেই কারণেই আমি তাসকিনকে শুরুতে বোলিং করিয়েছি। সে আমাদের মূল বোলার। কিন্তু দুর্ভাগ্যবসত সে উইকেট পায়নি আজ। তবুও আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। আমরা ইতিবাচক ছিলাম ম্যাচটি নিয়ে। আশা করছি আমরা এটা ধরে রাখতে পারবো।'

ইত্তেফাক/জেডএইচ