রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দুবাইয়ে প্রাণের বইমেলা কাল শুরু

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৪:২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বইমেলা। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের ও ঐতিহ্যের বইমেলা। চলবে ৬ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন। বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রবাসীদের নিয়ে আয়োজিত বইমেলা ইতোমধ্যে সাড়া ফেলেছে। মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকেরা। সাংস্কৃতিক আয়োজনকে মনমুগ্ধ করে তোলার জন্য বাংলাদেশী ও পশ্চিম বাংলার শিল্পীরাও প্রস্তুত।

জানা গেছে, মেলায় ৫০টি স্টল বরাদ্দ রাখার কথা থাকলেও চাহিদার কারণে স্টল সংখ্যা দাঁড়িয়েছে এখন ৭৩টি। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রকাশনা সংস্থা। মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। 
মেলাটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হওয়ার আশা করছেন আয়োজকরা। 

প্রবাসীদের নিয়ে আয়োজিত বইমেলা ইতোমধ্যে সাড়া ফেলেছে

উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য নেওয়া হয়েছে ভিন্নধর্মী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

এ বিষয়ে জানতে চাইলে বি এম জামাল হোসেন বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে যথাসময়ে মেলার উদ্বোধন হবে। আমরা প্রবাসীদের থেকে সন্তোষজনক সাড়া পেয়েছি। আগামীতে এই মেলায় পরিসর আরও বাড়ানো ও প্রতি বছর নভেম্বর করার পরিকল্পনা রয়েছে।

প্রেসক্লাব ইউএই  সভাপতি শিবলী সাদিক বলেন, আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বইমেলা প্রবাসীদের জন্য এক নতুন বার্তা। এই বইমেলার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস বহিঃবিশ্বে ছড়িয়ে পড়বে। বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি প্রবাসী শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।

ইত্তেফাক/এসসি