চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান বলেছেন, মহামারী করোনা আমাদের নতুন করে শিখিয়েছে হেলথ ফর অল নয়, অল ফর হেলথ। যেকোন দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করলে সফল হওয়া যায়-এবং এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ই আমাদের শিখিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাও এই অসাধারণ থিউরি ফলো করছেন প্রতিনিয়ত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে ৩ দিনের হেলথ এন্ড মেডিকেল এক্সপো এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি এক্সপো’র উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে একই ছাদের নিচে সবকিছু যোগাড় করে দেওয়ার মধ্যে মানবিকতাও রয়েছে। এতে সময়য় এবং অর্থও সাশ্রয় হয় নানাভাবে।
আয়োজক প্রতিষ্ঠান মাস্কস ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে ও সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. মুকেশ কুমার দত্ত, দৃষ্টি-চট্টগ্রামের সাবেক সভাপতি মাসুদ বকুল, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আবুল মনসুর।
মেলার দ্বিতীয় দিন ১১ নভেম্বর বিকেল ৩টায় পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি’র পরিচালনায় ‘পুষ্টি ও ওজন কমানো বিষয়ক সেমিনার’। বিকেল ৪টায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপিকা বাসনা মুহুরী’র পরিচালনায় ‘শিশুর বিকাশ ও প্রতিবন্ধির কারণ বিষয়ক সেমিনার’।
এছাড়া, ১২ নভেম্বর বিকেল ৩টায় সমাপনী দিনের আয়োজনে স্বাস্থ্য খাতে যারা নানা সময়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন-ভূমিকা রেখেছেন বিভিন্নভাবে তাদের মধ্যে ১০ জনকে দেয়া হবে ‘বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান বিশেষ সম্মাননা’। সম্মাননার জন্য মনোনীতরা হলেন-চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডের অন্যতম পৃষ্ঠপোষক ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান এবং অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, রোগীদের বন্ধু মোহাম্মদ নেছার, সেবা ফাউন্ডেশনের অধিকর্তা মানবিক পুলিশ শওকত হোসাইন, বেওয়ারিশ মানুষদের প্রতিনিয়ত সেবাদানকারী মঞ্জুর হোসেন, করোনাকালীন ও সর্বশেষ বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় এগিয়ে আসা এবং করোনাকালীন সম্মুখসারির সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
উল্লেখ্য, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগার-এর সৌজন্যে এ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেন, ‘একজন মানুষের সচেতনতাই পারে নিজের সুস্বাস্থ্য ধরে রাখতে। এই আয়োজন মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে’। আয়োজকরা জানিয়েছেন, ৩ দিনের এই আয়োজনে রয়েছে ফ্রি ডায়াবেটিস চেকআপ, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি স্বাস্থ্য পরামর্শ ও বিষয় ভিত্তিক সেমিনার। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ ও চিকিৎসা সেবার বিভিন্ন তথ্যের সমাহার থাকছে এই হেলথ এক্সপোতে।