রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৬ কেজি সোনা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫:৫৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ২৪ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ৬ কেজি ৫২৪ গ্রাম।

শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়। তবে স্বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানে তল্লাশি চালান। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

ইত্তেফাক/এসকে