শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ২ জনের অর্থদণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২১:২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রয়ের অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাস ও একই গ্রামের পাটওয়ারী বাড়ীর সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেন। 

শিয়ালের মাংস বিক্রয়ের সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক।

থানা সূত্রে জানা যায়, জুলহাস মিয়া ও মনির গত রাতে শিয়ালটি ধরে জবাই করে রোববার (১৩ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরককে শিয়ালের মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৫ হাজার করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাদের সতর্ক করে দেন। যেন ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হন।

ইত্তেফাক/পিও