প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট অঞ্চলের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে এ ধর্মঘট। ৩৬ ঘন্টার এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ধর্মঘটে বিপাকে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হয়েছেন। কেউ কেউ ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে।
বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।