মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্মব্রান্ড ছাড়ায় মাঠে হ্যারি কেইন

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২১:৫২

নিষিদ্ধ হওয়ার ভয়ে আর্মব্রান্ড না পরেই মাঠে নামলেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন। গ্রুপ 'বি' তে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। এই ম্যাচে ৬-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

সমকামীদের প্রতি সমর্থন জানিয়ে সবসময়ই এক বিশেষ আর্মব্যান্ড পরেন হ্যারি কেইন। কাতার মুসলিম দেশ হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানকার আইনে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ। তারা আগে এই বিষয়ে সরাসরি নিষেধ না করলেও নিজেদের দেশের আইন অনুযায়ীই সমকামিতাকে প্রশ্রয় দিবে না বিশ্বকাপের আয়োজক কাতার।

 

কাতারের আইনের সঙ্গে সাম্ঞ্জস্য রেখে এবার ফিফাও জানিয়েছে, কাতার বিশ্বকাপে কোনো খেলোয়াড় 'ওয়ান লাভ আর্মব্যান্ড' পরে খেলতে নামতে পারবে না। যদি কেউ নামে তাহলে খেলার আগেই তিনি হলুদ কার্ড পাবেন। আর তাই 'ওয়ান লাভ আর্মব্যান্ড' না পরেই ইরানের বিপক্ষে মাঠে নামেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক। 
    

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/জেডএইচ