শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: চীনে একদিনে রেকর্ড আক্রান্ত

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪:১১

গত ২৪ ঘণ্টায় চীনে করোনা রোগীর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটি কঠোর লকডাউন, গণ কোভিড পরীক্ষা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করার সময় রেকর্ডটি আসে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রকাশিত সরকারি ডাটার বরাত দিয়ে এ তথ্য জানায় ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চীনের জাতীয় স্বাস্থ্য ব্যুরো জানায়, চীনে বুধবার (২৩ নভেম্বর) ৩১ হাজার ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭ হাজার ৫১৭ জনের কোন উপসর্গ ছিল না।
চীনের একশত ৪০ কোটি জনসংখ্যার তুলনায় এ আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃতভাবে কম।

গণ কোভিড পরীক্ষা

এদিকে, বেইজিংয়ের কঠোর শূন্য-কোভিড নীতি বজায় রাখার জন্য, এমনকি ভাইরাসের সামান্য বিস্তার শহরব্যাপী লকডাউনের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও সংক্রমিত রোগী থেকে কেউ যাতে সংক্রমিত না হতে পারে সেজন্য সংক্রমিত রোগীদের সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে।

চীনের মেগা সিটি সাংহাইতে লকডাউন চলাকালীন এপ্রিলের মাঝামাঝি একদিনে ২৯ হাজার ৩৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে হিসেবে বুধবারের সংক্রমণ সেটা অতিক্রম করলো।

ইত্তেফাক/ডিএস