মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৫ ছুরি দিয়ে শ্রদ্ধাকে টুকরো করে আফতাব: দিল্লি পুলিশ 

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৯:৫৫

গত ১৮ মে ভারতের দিল্লির মেহরৌলিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করেন তারই প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। এরপর শ্রদ্ধার মৃতদেহ ৩৫ টুকরা করে ফেলেন। সেই টুকরোগুলো সংরক্ষণ করতে নতুন ফ্রিজও কিনে আনেন। এরপর ১৮ দিন ধরে দিল্লির জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরাগুলো ফেলতেন আফতাব।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, আফতাব শ্রদ্ধাকে হত্যা করার পর তার দেহ টুকরো টুকরো করার জন্য যে পাঁচটি ছুরি ব্যবহার করেছিলেন তা পাওয়া গেছে। তবে একটি করাত এখনও নিখোঁজ রয়েছে। 

দেশটির পুলিশ আরও জানিয়েছে, তারা পাঁচটি ছুরি উদ্ধার করেছে, প্রতিটি ৫-৬ ইঞ্চি লম্বা, এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দেশটিতে শ্রদ্ধার হত্যাকাণ্ডের পর প্রবল আলোচনার শুরু হয়। অনেকেই দ্রুত আফতাবের বিচারের জন্য দাবি করে আসছেন। এ ছাড়া এই ঘটনার জন্য দিল্লি পুলিশ ব্যাপকভাবে তদন্ত চালাচ্ছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর