সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর, যুবলীগের প্রচারণা ও লিফলেট বিতরণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:৫৩

আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে গণসংযোগ, প্রচারণা  ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নগরের পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজার মোড় থেকে মিয়াখান রোড দিয়ে ১৯নং দক্ষিণ বাকলিয়া হয়ে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের নিলুফা কায়সার কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে ও এনামুল হক মানিকের সঞ্চালনায় প্রচারণা সমাবেশের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি। 

তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়েছেন,চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশর অর্থনৈতিক উন্নয়ন। আগামী নির্বাচনের গুরুত্ব ও সরকারের সফলতার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে চট্টগ্রামের এই জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র। 

পথসভায় বক্তব্য রাখেন- রকিবুল ইসলাম সেলিম, আরাফাতুল করিম, মেহেদী হাসান, রুবেল সিকদার, মো: আশিকুন্নবী, মিজানুর রহমান মিজান, ইসমাইল উদ্দিন রুবেল, মিসবাহ উদ্দিন বাপ্পী।

এসময় উপস্থিত ছিলেন- শাহাজাদা চৌধুরী, শাহদাৎ সালাম শাওন, মো: আরিফ হোসেন, মাহফুজ আলম সাইমন, ঐশিক পাল জিতু, নোমান চৌধুরী রাকিন, ইনজামুল ইমু, ইয়াসির আরাফাত মুন্না, মিনহাজুল ইসলাম, এরশাদ মিশন, আব্দুল আজিজ রাইহান, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন বাপ্পী, ফারুকুল ইসলাম, গিয়াসউদ্দিন, মুহাম্মদ মুশফিক, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ শাহিন, জাকির হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এমএএম