শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৪:০০

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পর থেকে বেশ আলোচনায় ছিলেন মেক্সিকোর বক্সিং তারকা ক্যানেলো আলভারেজ। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর মেক্সিকোর জার্সি অবমাননার জন্য লিওনেল মেসির ওপর বেশ ক্ষেপেছিলেন এই বক্সার। আর এতেই  ফুটবল অনুরাগীদের রোষানলে পড়েন ক্যানেলো আলভারেজ। তবে অবশেষে মেসির কাছে ক্ষমা চেয়েছেন ক্যানেলো আলভারেজ।

ক্যানেলো আলভারেজ তার ভেরিফায়েড টুইটার ও ফেসবুকে লেখেন, ‘শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ অনুভূত করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম যা ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেকদিনই আমরা নতুন কিছু শিখি। এবারও আমি নতুন কিছু শিখলাম।'

মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ এনে ক্যানেলো আলভারেজ ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছিলেন, ‘আপনারা কী দেখেছেন, মেসি কিভাবে মেক্সিকোর পতাকা এবং জার্সি দিয়ে ফ্লোর পরিষ্কার করলো? সে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে যে, ওই সময় আমি তার সামনে ছিলাম না। কিংবা আমি তাকে খুঁজে পাইনি।’

তিনি আরও লিখেছিলেন, ‘আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি, তারও অবশ্যই সেভাবে মেক্সিকোকে সম্মান করা উচিৎ। আমি অবশ্যই কোনো একটি দেশকে ছোট করার জন্য কিছু বলছি না। আমি বলছি এমন একটি বাজে কাজ নিয়ে, যা মেসি করেছে।’


তবে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চেয়েছেন ক্যানেলো আলভারেজ। আর এতেই অগণিত মানুষের কাছে থেকে বাহবা পাচ্ছেন তিনি।

 

 

 

ইত্তেফাক/জেডএইচ