মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুজরাটে শুরু হয়েছে প্রথম ধাপের ভোট

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১১:৫৫

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে গুজরাট বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গুজরাটে এবার দুই দফায় ভোট চলবে। আজ প্রথম দফার ভোট। প্রথম দফায় ৮৯টি আসনে ভোট হবে। প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে। গুজরাটে মোট ভোটার প্রায় ৫ কোটি। এর মধ্যে প্রথম দফায় ভোট দেবেন ২ কোটি ৪০ লাখ ভোটার।

প্রথম দফার ৮৯টি আসনেই লড়ছে বিজেপি ও কংগ্রেস। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একটি বাদে ৮৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ বছর ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টি।

প্রথম দফার ৮৯টি আসনেই লড়ছে বিজেপি ও কংগ্রেস।

গুজরাটে মোট আসন ১৮২টি। বাকি ৯৩টি আসনে সোমবার (৫ ডিসেম্বর) ভোট হবে। এবারের নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ মোট ৭৮৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৩৯ জন।

২০১৭ সালের নির্বাচনে এই ৮৯টি আসনের মধ্যে, বিজেপি ৪৮টি আসন জিতেছিল। কংগ্রেস ৪০টি আসন দখল করেছিল, আর একটি স্বতন্ত্র প্রার্থী জিতেছিল।

ইত্তেফাক/ডিএস