মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাইকেল চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, শিক্ষক আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৩:০৬

রংপুরের পীরগঞ্জে সাইকেল চুরির অভিযোগে ১২ বছরের এক শিশুকে হাত ও পা বেঁধে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বাজেশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ওই শিক্ষককে আটক করা হয়। এর আগে বুধবার (৩০ নভেম্বর) উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর (লতারপাড়া) গ্রামে শিশু নির্যাতনের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু রিফাত উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া (নতারপাড়া) গ্রামের মোখলেছার রহমান দুলার ছেলে।

অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিক সাজু উপজেলার বাজেশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এবিএস ইটভাটার মালিক।

এলাকাবাসীরা জানান, শিক্ষক সাজুর এক আত্মীয়ের সাইকেল চুরি হওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে ওই শিশুকে ধরে এনে হাত পা বেঁধে জনসম্মুখে মারধর করেন তিনি। ওই দিন রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানা পুলিশ সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এব্যাপারে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান বলেন, বুধবার শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় সাজু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ভুক্তভোগীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পেলে বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/আরএজে