জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাজনীতির গৌরব ও উন্নয়নের ৩৮ বছর পূর্ণ হওয়ায় (৪ ডিসেম্বর) দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করা হয়।
উপজেলা জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিকালে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়। এ সময় আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হায়দার আলী খান।
আলোচনা সভায় জেপির উপজেলা সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
এছাড়াও বক্তব্য রাখেন জেপির উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহ সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতি উপজেলা সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদারসহ আরও অনেকে।
ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাব্বিরের সঞ্চলানায় এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইন্দুরকানী উপজেলা জেপির সহ সভাপতি মো. কাওছার আহম্মেদ দুলাল, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মঞ্জজুরুল মাহফুজ পায়েল, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, সহ সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. ফিরোজ আলম, দপ্তর সম্পাদক প্রভাষক মো. গিয়াস উদ্দিন বাবুল, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির হোসেন সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরীফ শুভসহ ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাবেক সফল মন্ত্রী, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ১৯৮৪ সালে এই ভাণ্ডারিয়াসহ দক্ষিণ জনপদে আসেন। তিনি আসার পরে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩৮ বছরে ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানীসহ দক্ষিণ জনপদের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন চলমান আছে। যা ৩৮ বছর পূর্বে অবহেলিত ছিলো। আনোয়ার হোসেন মঞ্জুর নির্দেশে এ এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকায় এ উন্নয়ন সম্ভব হয়েছে।