শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাশকতার মামলায় আড়াইহাজারে বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:০৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় আরও তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে ও মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত আক্কাছ আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য সেলিম (৪৩), সদর পৌর সভার নোয়াপাড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০) ও গোপালদী পৌর সভার ২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও কলাগাছিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে আলী হোসেন (৪৫)।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর নেতা-কর্মীরা ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্ট্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয় এবং রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশের আড়াইহাজার থানার এসআই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে গ্রেপ্তার বিএনপি কর্মীদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/আরএজে