নীলফামারীর ডোমার উপজেলার ১ নাম্বার চিকনমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিকনমাটি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দুই বিদ্যালয়ের আট শিক্ষাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার (৭ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার স্বাক্ষরিত শোকজ নোটিশে আগামী তিন কর্ম-দিবসের মধ্যে লিখিতভাবে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ১ নাম্বার চিকনমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সহকারী শিক্ষক মনির উদ্দিন, আরতি রানী, রোকসানা আক্তার, জুলফি আরা বেগম ও সাবিনা ইয়াছমিন এবং চিকনমাটি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা বেগম ও কল্পনা বেগম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ১ নাম্বার চিকনমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার। নৈশ্য প্রহরী বিদ্যালয় খুললেও কোনো শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন না। তিনি কিছুক্ষণ সেখানে থেকে চিকনমাটি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানেও তিন জন শিক্ষককে অনুপস্থিত পান। পরে দুই বিদ্যালয়ের মোট আট শিক্ষককে শোকজ করে চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাঝেমধ্যে সকালে বিদ্যালয় পরিদর্শনে যাওয়া উচিত। তাদের কাজটা আমাকে করতে হচ্ছে।