চুয়াডাঙ্গায় ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বেনাপোল শুল্ক ও গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দর্শনা চেকপোস্টে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের কলকাতা শহরের চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও রামশ্রী গুপ্তের ছেলে রাজেস গুপ্ত (৪২)।
দর্শনা কাস্টমস চেকপোস্ট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল শুল্ক ও গোয়েন্দা সংস্থা সহকারি পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে দর্শনা চেকপোস্টে অবস্থান করেন। বেলা ১১টার দিকে ওই দুই ব্যক্তি দর্শনা চেকপোস্টের কাস্টমস রুমে প্রবেশ করলে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতর থেকে ৬২১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করা হয়।
বেনাপোল শুল্ক ও গোয়েন্দা সংস্থা সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আটক ভারতীয় দুই নাগরিককে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।