দেশের সড়কে উন্নয়ন হয়েছে কিন্তু সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সড়ক যত উন্নত হচ্ছে যানবাহনের গতি ততই বাড়ছে। সেই সঙ্গে ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এসব রোড ক্রাশরোধে দরকার সচেতনতা। আর লেখনির মাধ্যমে মানুষের মাঝে সড়ক সচেতনা বাড়াতে পারে সাংবাদিকরা। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় ও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে রোড সেফটি রিপোর্টিংবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এসব কথা বলেন প্রশিক্ষকরা।
বুধবার ও বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর থানার বাড়ৈ বাজারে সিসিডিবি হোপ ফাউন্ডেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রোড সেফটি অ্যাডভোকেসি এন্ড গ্রান্টস প্রোগ্রাম ম্যানেজার তাইফুর রহমান, জিএইচএআই’র কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম, বিএনএনআরসি’র সিইও এ.এইচ.এম বজলুর রহমান, সিনিয়র সাংবাদিক আবু রুশদ মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসনাত-ই-রাব্বী।