রংপুরে পরিবহন মালিক-শ্রমিকরা ঢাকা রুটে যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ রেখেছেন। শুক্রবার ভোর থেকে কোনো ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা রুটে বাস চলাচলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই এমন যাত্রী সংকটের কবলে পড়ে পরিবহন শ্রমিকসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন ।
রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সারি সারি ঢাকা গামী বাস দাঁড়িয়ে আছে। কাউন্টারগুলো ফাঁকা, অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। অল্প যাত্রীর আনাগোনা থাকলেও অন্য দিনের মতো তেমন চাপ নেই কাউন্টার গুলোতে।
মালিক-শ্রমিকদের দাবি, কোনো ধর্মঘট নয়, যাত্রী সংকটের কারণে বাস ছাড়ছেন না তারা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। এর প্রভাব পরিবহন ব্যবসায় পড়েছে।
হানিফ পরিবহনের স্টাফ রিপন আলম বলেন, গতরাতে আমাদের বেশ কিছু বাস রংপুর ছেড়ে গেছে। আজ সকালে দুটি বাস ছেড়ে গেছে। অন্য সময়ের চেয়ে যাত্রী সংকট রয়েছে। এ কারণে বেশির ভাগ পরিবহন মালিক কম যাত্রী নিয়ে বাস ছাড়তে রাজি হচ্ছেন না।
রংপুর থেকে ঢাকাগামী বাস না ছাড়ায় কাউন্টারে হাতে গোনা কয়েকজন যাত্রীর দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকেই ফিরছেন। আবার কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যাত্রীরা ভয়ে ঢাকায় যাচ্ছেন না। ঢাকায় বিএনপির গণসমাবেশ রয়েছে। এ কর্মসূচিকে ঘিরেই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই বাস ছাড়ছেন না। এটিকে বাস ধর্মঘট বলা যাবে না, যাত্রী উপস্থিতি বাড়লেই বাস চলাচল স্বাভাবিক হবে।