খেলা চলছিলো আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচ রেফারি মাতেও লাহোজের কার্ড দেখানোর সংখ্যা আর ধরণ দেখলে যে কারো মনে হতেই পারে মাঠে কি আসলেই ফুটবল খেলা চলছে নাকি অন্যকিছু। স্প্যানিশ রেফারি লাহোজ যে হারে কার্ড দেখাচ্ছিলেন তাতে যেন মনে হচ্ছিলো মাঠে ফুটবল বাদে অন্যকিছু চলছিলো।
আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে সব মিলিয়ে ১৯টি কার্ড দেখিয়েছে রেফারি। শুধু মাঠের খেলোয়ার নয়, কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। মাঠে নামার আগে বেঞ্চে বসেই কার্ড দেখেছেন জোড়া গোল করে নেদারল্যান্ডকে ম্যাচ ফেরানোর নায়ক ভাউট ভের্গহর্স্টকে।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর একটু হলে হয়তো মাঠের প্লেয়ারের সমান সংখ্যক ২২ জনকেই কার্ড দেখিনো হয়ে যেতো লাহোজের। সেমিতে ওঠার লড়াইয়ে কাকে কার্ড দিতে বাদ রেখেছেন লাহোজ। ফাউল হোক না হোক, রেফারির সঙ্গে কথা বলতে গিয়েও আর্জেন্তাইন অধিনায়ক মেসিকে দেখতে হয়ছে হলুদ কার্ড।
টাইব্রেকারে শট নিতে এসেও দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয়েছে নেদারল্যান্ডসের ফুলব্যাক ডেঞ্জেল ডামফ্রিসকে। ম্যাচের মাঝে না হলেও নামের পাশে লাল কার্ড ঠিকই যোগ হয়েছে ডামফ্রিসের।
মাঠের খেলোয়াড়দের মধ্যে ১৫টি কার্ড দেখিয়েছেন রেফারি। এর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ কার্ডের রেকর্ড ছিলো ২০০২ বিশ্বকাপে জার্মানি-ক্যামেরুন ম্যাচে। সেই ম্যাচে ১২টি হলুদ ও ২টি লাল কার্ডসহ মোট ১৪টি কার্ড দেখিয়েছিলেন রেফারি।
শুধু বিশ্বকাপেই নয়, আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে যে পরিমাণ কার্ড দেখানো হইছে তা ফিফার যেকোনো আন্তর্জাতিক ম্যাচের জন্যও রেকর্ড। এর আগে যে রেকর্ড ছিলো ২০০৬ সালে 'ব্যাটেল অব নুরেমবার্গ'খ্যাত পর্তুগাল-নেদারল্যান্ডসের ম্যাচে। কুখ্যাত সেই ম্যাচে ১৬টি কার্ড দেখিয়েছিলেন রুশ রেফারি ভ্যালেন্টাইন ইভানোভ।
মাতেও লাহোজ ছাড়িয়ে গেছেন আগের সব রেকর্ডকে। ম্যাচশেসষে রেফারির এমন আচরণ নিয়ে প্রশ্নও তুলেছে আর্জেন্টাইন অধিনায়ক মেসি।