পেরুর নতুন প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তে শনিবার (১০ ডিসেম্বর) তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। কাস্টিলোকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে দেশে বিক্ষোভ শুরু হয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই মন্ত্রিসভা নামকরণ করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কাস্টিলোকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার সমর্থনকারীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে এবং পুলিশের দিকে ঢিল ছুঁড়ে।
এদিকে পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট বেলুয়ার্তে উত্তেজনার মধ্যে একটি অনুষ্ঠান তদারকি করেন। প্রেসিডেন্টের বাসভবনে এ অনুষ্ঠানে ১৯ মন্ত্রী শপথ নেন। এদের মধ্যে আটজন নারী।
কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা পর বুধবার (৭ ডিসেম্বর) বেলুয়ার্তে দ্রুত শপথ নেন। কাস্টিলো একাধিক দুর্নীতির তদন্তের সম্মুখীন হন, কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। পরে কংগ্রেস তাকে অভিশংসন করে। কাস্টিলো বর্তমানে আটক।
বেলুয়ার্তের নতুন চিফ অফ স্টাফ হলেন একজন সাবেক প্রসিকিউটর যিনি দুর্নীতির মামলায় বিশেষজ্ঞ। এমন কয়েকজন নেতাকে টেকনোক্র্যাট হিসেবে রাখা হয়েছে তার মন্ত্রিসভায়।
বোলুয়ার্ত তার প্রথম ভাষণে বলেন, 'গণতন্ত্রের সুসংহতকরণ, আইনের শাসন, ক্ষমতার ভারসাম্য, শাসন আমার সরকারের অপরিহার্য নীতি।'