শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোমের ক্যাফেতে ৩ নারীকে গুলি করে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১১:৩৯

ইতালির রোমে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের মধ্যে বৈঠকের সময় এক ব্যক্তি বন্দুক বের করে এবং গুলি চালায়। এতে তিন নারী নিহত ও চারজন গুলিবিদ্ধ হন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ ডিসেম্বর) ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা পাশের একটি বারে বৈঠকের জন্য বসেছিলেন। গুলি চালানোর পর পুলিশ ৫৭ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

নিহতদের মধ্যে ২ জন।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি সংবাদ সংস্থাকে ঘটনার বর্ণনায় বলেন, 'আমরা মিটিং করছিলাম। হঠাৎ সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে চিৎকার করে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব এবং গুলি চালাতে শুরু করে।'

সেখানে আরও চারজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাই নিউজকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী ওই এলাকায় থাকেন। এর আগেও একাধিকবার বাসিন্দা সমিতির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।

ইত্তেফাক/ডিএস