শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রসিক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন তোতা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:০৩

রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন।

রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, স্থানীয় সরকার বিধিমালা (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২১ অনুযায়ী রংপুর সিটির ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একজন হলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা ও বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু। গত ১ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে দুজনের প্রার্থীতা বৈধ হয় কিন্তু তথ্য গোপন করার বিষয়টি উল্লেখ করে জাহাঙ্গীর আলম তোতা অপর প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী আরজুর মনোনয়ন বাতিল চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল শুনানিতে মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। 

গত ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দে ওই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আর নির্বাচন হবে না।

নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, আমি এর আগেও কাউন্সিলর ছিলাম। এবারে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বি ছিলাম। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় আমাকে কাউন্সিলর নির্বাচিত মনোনীত করে করে চিঠি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিও