শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অসদাচরণের জন্য দোষী ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৫

চাকরিতে পদোন্নতি পেতে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন এক পুলিশ কর্মী। ব্রিটিশ পুলিশ ওই নারী পুলিশকে দোষী সাব্যস্ত করেছে। প্রসঙ্গত, ওই নারী পুলিশ ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় সংবাদ মাধ্যম ত্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ সারা শ্রীবাস্তবকে দোষী সাব্যস্ত করেছে। তারা দাবি করেছে, সারাকে ২০১৯ সালে প্রচারের জন্য একটি ইন্টার্ভিউ বোর্ডের মুখোমুখি হতে হয়। সেখানে সারা একটি তদন্তের সমাধানের বিষয়ে কথা বলেন যা তিনি করেছিলেন। সারা বলেছিলেন যে তদন্তটি 'বৈষম্যের' মামলা। 

২০২০ সালের জানুয়ারিতে পুলিশ তদন্ত করে এবং জানতে পারে, সারা যে বিষয়ে কথা বলছে তার মতো কোনো ঘটনা কখনো ঘটেনি। যা গত মাসে বার্মিংহাম হাইকোর্টে মিথ্যা প্রমাণিত হয়।

তিনি পুরো বিষয়টি মেনে নেন। তিনি জানান, পদোন্নতির কথা চিন্তা করেই এমনটি করেছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন সারা। পুলিশ তাকে সতর্ক করেছে বলে জানা গেছে।

ইত্তেফাক/ডিএস