শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩১

ভোলার লালমোহনে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১২ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দেবীরচর বাজারের একটি মাদ্রাসা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাফিন দ্বেবীর চর গ্রামের ২ নাম্বার ওয়ার্ডের মো. রুম্মান খানের ছেলে এবং ৫৬ নাম্বার ওয়ার্ডের দ্বেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বুধবার সকালে দ্বেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসার মাঠে রাফিন তার সহপাঠীদের সঙ্গে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে রাফিন মাদ্রাসার ছাঁদে পানির ট্যাংকির পাশে লুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

ইত্তেফাক/আরএজে