সুনামগঞ্জের ১২ উপজেলার ৪৮ হাওরের ১০০ কোটি টাকা ব্যয়ে ৭০০ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ৯ নাম্বার পিআইসির বাঁধে মাটি ফেলে জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নে পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।