শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এডনক বিজনেস মিট অনুষ্ঠিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২৩:৫৩

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এডনক বিজনেস মিট। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে এডনক লুব্রিকেন্টস এর অংশীদার, ডিলার, ডিস্ট্রিবিউটর এবং ইন্ডাস্ট্রির ব্যবহারকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেরা ৩ জন বিজনেস পার্টনারকে বিজনেস অ্যাওয়ার্ড ২০২২ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী অটোমোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর মি: হামদান হোসেন চৌধুরী, কর্ণফুলী অটোমোবাইলস কোর্ডিনেটর মি: আরাজ চৌধুরী।  এছাড়াও আরব আমিরাত এডনক  ডিস্ট্রিবিউশন এর মি: রঞ্জন কুমার গুহ ও মি: রেজিশ আর. পিল্লাই সহ কর্ণফুলী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী অটোমোবাইলস এর হেড অব বিজনেস মো. মারুফুল ইসলাম রায়হান। 

কর্ণফুলী অটো মোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর মি: হামদান হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান হলো কর্ণফুলী গ্রুপ। আজ থেকে ৬৯ বছর আগে চালু হয় কর্ণফুলী গ্রুপের। কর্ণফুলী গ্রুপ এডনকের সাথে কাজ করার অন্যতম কারণ এডনক বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে দেখে।আমরা একসাথে কাজ করতে চাই৷ আমরা সবাই মিলে এই পরিবারটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই৷ 

মো: মারুফুল ইসলাম রায়হান বলেন, এডনক আবুধাবির ন্যাশনাল ইঞ্জিন অয়েল কোম্পানি। যেটি কর্ণফুলী অটোমোবাইলস বাজারজাত করছে। এখনে উপস্থিত সকল অংশীদারা আগামীতেও আমাদের এডনকের সঙ্গে কাজ করবেন বলে আমরা আশা করি। 

ইত্তেফাক/এএইচপি