বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বিকাল ৫ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। 

রাশেদ বিন খালেন বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।’ 

 

ইত্তেফাক/এএএম