মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা  

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:১১

বগুড়া সারিয়াকান্দিতে বিজয় দিবসে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাফি মিয়া (৩০) নামে একজন যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মাহফুজার রহমান (৫৫) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনকভাবে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দীঘলকান্দি তরফদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি তরফদার পাড়া গ্রামের মাহফুজার রহমান সকাল ৮টার সময় দীঘলকান্দি তরফদার পাড়া জামে মসজিদের তৃতীয় তলায় বিজয় দিবসে পতাকা টানাতে যান। মসজিদের পিলারের সঙ্গে দড়ি দিয়ে একটি রডের মাথায় পতাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় রডটি দড়ি থেকে ফসকে মসজিদের পাশের বিদ্যুতের মেইন লাইনে পড়ে। ফলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মাহফুজার রহমান আহত হন। বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে সাফি মিয়া বিদ্যুতায়িত হয়ে মসজিদের তৃতীয় তলা থেকে মাটিতে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মারাত্মক আহত মাহফুজার রহমানকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার।

জাহাঙ্গীর আলম আরও বলেন, সকাল ৮টার সময় দেখি মসজিদের উপরে আগুন জলছে। ধোঁয়া উড়ছে। তারপর চিৎকার করে কাছে গিয়ে মসজিদের মেইন সুইচ অফ করে দেই। ততক্ষণে আমরা বুঝে উঠতে পারিনি যে তারা মেইন লাইনের সঙ্গে শক করেছে। নিহত সাফি মিয়া নিজেও একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। তার ঘরে ৪ বছরের একটি ছেলে আছে। তার বউও গর্ভবতী। ছেলে নিহত ও বাবা গুরুত্বর আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাফি। ছবি: ইত্তেফাক

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জাতীয় পতাকাসহ রড থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/পিও