শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন গোলের পর ‘তিন শব্দ’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭

ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করেছেন। ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা জিওফ হার্স্টের ৫৬ বছর আগের সেই কীর্তিতে। যিনি ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পথে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। তাছাড়া পরশুর তিন গোলের মধ্যদিয়ে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের হ্যাটট্রিকের মধ্য দিয়ে ফরাসি তরুণ ছুঁয়েছেন বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলের রেকর্ড। দুজনেরই বিশ্বকাপ গোল এখন সমান ১২টি করে।

কিন্তু এতকিছুর পরও ম্যাচ শেষে এমবাপ্পেকে মাঠ ছাড়তে হলো মাথা নিচু করে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিতে গিয়েও মাথা নিচুই থাকল তার। এরপর তো দৃশ্যপট থেকে হারিয়েই যান। ফাইনালের হ্যাটট্রিক নায়ক ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও যাননি। একেবারে নীরব হয়ে যান তিনি। বিশ্বকাপ জিততে না পারায় তিনি কতটা হতাশ, সেটা স্পষ্টই। মাঠে নেমে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ তাকে মাথা-পিঠ হাতিয়ে সান্ত্বনা দিলেও এমবাপ্পে তীরে গিয়ে তরি ডোবার হতাশা ভুলে মাথা তুলতে পারেননি! তাই তো একেবারে লোকচক্ষুর অন্তরালেই চলে যান। সাংবাদিকরা শত চেষ্টা করেও তার দেখা পাননি।

তবে কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবেন। অবশেষে নীরবতা ভঙ্গ করেছেন ফরাসি তারকা। তবে মুখে কোনো কথা বলেননি।  স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে নিজের প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মজার বিষয় হলো ইনস্টাগ্রামে জানানো সেই প্রতিক্রিয়ায় মাত্র তিনটি শব্দ লিখেছেন ফাইনালে তিন গোল করা এমবাপ্পে। লিখেছেন, ‘আমরা ফিরে আসব।’ হতাশার বিষণ্নতার মধ্যেই যেন ফরাসি তরুণ ২০২৬ বিশ্বকাপ নিয়ে আগাম ঘোষণা দিলেন!

২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। পরশুর ফাইনালে জিতলে ২৩ বছর বয়সেই হয়ে যেতেন দুটি বিশ্বকাপের মালিক। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় এমবাপ্পে যেন এখনই পরের বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার ছবিটা আঁকিয়ে দিলেন তিন শব্দে।

ইত্তেফাক/এসএস