রাশিয়া ড্রোনের বিনিময়ে ইরানকে সামরিক সরঞ্জাম দিচ্ছে, এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। এবার সেই গুজবের প্রতিধ্বনি করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি জানিয়েছেন, ড্রোনের বিনিময়ে ইরানকে বিভিন্ন উন্নত সামরিক উপাদান দিতে চায় রাশিয়া। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশ পার্লামেন্টে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনাকালে বেন ওয়ালেস জানান, ইরান রাশিয়ার অন্যতম শীর্ষ সামরিক মিত্রে পরিণত হয়েছে। রাশিয়া এখন ৩০০টির বেশি কামিকাজে ড্রোন সরবরাহের বিনিময়ে ইরানকে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে চায়।
কিন্তু এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা উভয়েরই ক্ষতি করবে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে ইতোমধ্যেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা ইউক্রেনসহ সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ।
পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ইরানের ড্রোন সরবরাহের বিষয়টি পরিষ্কার ও ভালভাবে নথিভুক্ত।
এদিকে, ১৪ ডিসেম্বর ইউক্রেন কিয়েভে ইরানের তৈরি ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে এমন দাবি করেছেন।
তিনি জানান, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।