পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের সমর্থকদের জন্য ফুটবল বিশ্বকাপ ট্রফি এ দেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হবে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শাহরিয়ার আলম।
তিনি বলেন, এখনো সবাই খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে আছে। আমরা দাবি করেছি, আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফিটা যেন বাংলাদেশে আনা হয়। যদিও তাদের খেলোয়াড়েরা এখন সুপার বিজি, তাই তারা না পারলেও কোনো প্রতিনিধি দিয়ে যেন বাংলাদেশে তাদের ট্রফিটা পাঠানো হয়—আমরা সেই প্রস্তাবও দেওয়া হবে শিগগিরই।
এর আগে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এই মুহূর্তে সারাদেশে আনসার ও ভিডিপি বাহিনীর জন্য ২২টি নতুন দ্বিতীয়তলা ভবন তৈরির প্রকল্প অনুমোদন হয়েছে । এ দিক থেকে ৯টির কাজ সম্পন্ন হয়েছে। তবে আজ প্রথম রাজশাহীর বাঘা এবং তানোর উপজেলায় এ ভবন উদ্বোধন হওয়ায় আমি স্বরাষ্ট্রমন্ত্রী সহ-মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে প্রায় ৬০ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বাহিনী রয়েছে। এরা দীর্ঘ চার যুগের বেশি সময় ধরে নির্বাচন এবং পূজোয় ডিউটিসহ দেশের সকল মহামারি এবং দুর্যোগে মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমি এই বাহিনীকে ভবন নির্মাণের জায়গা দেওয়ায় বাঘা উপজেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ আদিবা অনজুম মিতা, রাজশাহী রেঞ্জ এর ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মাসুদ হোসেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু ও রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশালী মনসুরুল ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন, আনছার ভিডিবি অফিসার মিলন কুমার দাসসহ বাঘা উপজেলা আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেত্রীরা এবং সকল দপ্তরের প্রধান কর্মকর্তারা। সবশেষে মাননীয় অতিথিরা আনছার-ভিডিপি চত্বরে বৃক্ষরোপন করেন।