রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মণিপুরে বাস দুর্ঘটনায় নিহত ৭, হতাহত অনেক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০:৪০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে রাজ্যের নোনি জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মণিপুরের থৌবাল জেলার ইয়ারপাকে দুর্ঘটনায় জড়িত দুইটি বাসের যাত্রীরা হলেন থামবালনু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক এবং কর্মচারী। 

বুধবার সকালে তারা একটি শিক্ষা সফরের জন্য দুইটি বাসে করে স্কুল ক্যাম্পাস থেকে বের হয়, গন্তব্য ছিল খৌপুম গ্রাম। পথে ননেই জেলার লংসাই তুবং এলাকার পাহাড়ি সড়কে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ইত্তেফাক/ডিএস