গত ২৪ নভেম্বর ‘৫০টি পরিবারের একটাই ভরসা ছিলো কাঠের পুল’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে খবর প্রকাশিত হয়। সেই খবরের জেরে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের নির্দেশ নতুন সাঁকো তৈরি করা হয়েছে।
এদিকে সাঁকো হওয়ায় ৬৯ নম্বর মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ও সেই ৫০ পরিবারসহ এলাকার মানুষ আনন্দিত।
গঙ্গেশকাটি গ্রামের বাসিন্দা রীনা বেগম বলেন, এই সাঁকোটি তৈরির আদেশ দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা কৃতজ্ঞ। এখন থেকে বিদ্যালয় তথা এলাকার মানুষের চলাফেরায় আর কোনো বিপদ রইলো না।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্ল্যা বলেন, আমি অনেক চেষ্টা করেছিলাম। সবমহলকে আমি অবহিত করেছি তখন।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, বিষয়টি আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারি। এক সপ্তাহের মধ্যে একটি টেকশই ও মজবুত সাঁকো তৈরি করে দিয়েছি। এতে শিশু শিক্ষার্থীরা ও এলাকাবাসীর যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। এখন এলাকাবাসী ও উপজেলা প্রশাসন খুবই আনন্দিত।