শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সতীর্থদের আনফলো করছেন বেনজেমা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:২২

কাতার বিশ্বকাপের ফাইনালের পরের দিন হুট করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। ইনজুরির পরও বিশ্বকাপ স্কোয়াডে থাকলে মাঠে নামা হয়নি তার। ফাইনালে খেলার জন্য না ডাকায় কোচ দেশমের সঙ্গে দ্বন্দ্বের জেরে বেনজেমা অবসর নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

করিম বেনজেমা

শুধু কোচের সঙ্গে নয় এবার জাতীয় দলের অনেক সতীর্থদের সঙ্গেও দূরত্ব বেড়েছে বেনজেমার। বেশ কয়েকজন সতীর্থকে  ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছেন বেনজেমা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় বেনজেমার আনফলো তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিঁয়ে চুয়ামেনিও। অবশ্য পরে কয়েক ঘণ্টা পর চুয়ামেনি আবার ‘ফলোয়িং’ তালিকায় ফেরেন বেনজেমা। 

অন্যদিকে কয়েকটি ইউরোপীয় গণমাধ্যমের হিসাবে, ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকা ২৬ জনের ১৫ জনকেই ‘আনফলো’ করেছেন বেনজেমা। তবে কিলিয়ান এমবাপ্পে, মার্কোস থুরাম, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং রাফায়েল ভারানরা আছেন 'ফলোয়িং' এর তালিকায়। 

ইত্তেফাক/জেডএইচ