রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে নানা পেশায় লোক নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইত্তেফাক পত্রিকার বাগমারা উপজেলা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক (একাডেমিক) সুপার ভাইজার আব্দুল মুমীত।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সহসভাপতি নুর কুতুবুল আলমসহ অনেকে।