শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। আলোচনা সভায় তিনি বলেন, জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি-রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। ইত্তেফাক এখনো মানুষের কল্যাণে ভূমিকা রাখছে।

ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.আসাদ উল্লাহ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ক্রীড়া সংগঠক দিলারা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মি, সমাজকর্মী নির্মল ভট্টাচার্য্য, কবি ইকবাল কাগজী, জেলা কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. আহমদ নূর, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, ব্যাংক কর্মকর্তা গোলাম আজাদ, সাংবাদিক বিন্দু তালুকদার, কুলেন্দু শেখর দাশ, শামস শামীম, পৌর কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, সমাজকর্মী মো. নুরুল হাসান আতাহের, পৌর কলেজের প্রভাষক মো. মানিক উল্লা, সাংবাদিক এ আর জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, সাংবাদিক আসাদ মনি, লিপসন আহমেদ, সোহানুর রহমান, একে মিলন, মো. আফজাল হোসেন, মো.মামুন মুনসী, আল-হাবিব, রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, স্কাউট সদস্য লুৎফুর রহমান লাবিব, আবু হামজা, রুহিত আহমেদ, আলী আজগর, ইজাজুল হক রবিন, তনুশ্রী দাস, মনোয়ারা বেগম প্রমুখ।

আলোচনা সভার পর কেক কেটে ইত্তেফাকের জন্মদিন উদযাপন করেন অতিথিরা।

ইত্তেফাক/এসটিএম