শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই প্রার্থীর সমান ভোট, রসিকের যে ওয়ার্ডে ফের ভোট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮

রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যায় ভোট পাওয়ায় এ নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। সিটির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে শাহাজাদা আরমান ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পান। নগরীর রবার্টসনগঞ্জ, বাবুপাড়া, হেলাল জুট প্রেস, আদর্শপাড়া, রেলওয়ে পূর্ব গেট, নূরপুর, মহাদেবপুর, ঠিকাদারপাড়া ও জেএনসি রোড নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কবে নাগাদ এই নির্বাচন আয়োজন করা হবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/এসকে