ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোটের সময় বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে কিছুটা সমস্যা দেখা দেয়।
জিন্নাগড় ইউনিয়নের আলহাজ্ব তরিকুল ইসলাম মনু মিয়ার বাড়িরদরজা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস চন্দ্র দে জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৯২৬ জন। এই কেন্দ্রে ৬টি ইভিএম দেওয়া হয়েছে। এর মধ্যে ২টি পুরোপুরিই অকেজো। তবে অফিস সহকারী সুরঞ্জিত দেবনাথ ইভিএমে এক্সপার্ট বলে বাকি ৪টি দিয়ে ভোটের কার্যক্রম চালাতে পেরেছেন।
তিনি জানান, মেশিনের কোনোটির ব্যাটারি ডাউন। কোনোটির ব্যাটারি কাজ করে না। আবার কোনোটার অপারেশন ফাংশন কাজ করে না।