শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পেলের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:৪৫

ফুটবলের রাজা 'কালোমানিক' পেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শোকবার্তায় পেলের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও পেলের আত্মার শান্তি কামনা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

শোক বার্তায় জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিশ্ব ফুটবলের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনি
ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের মহানায়ক ছিলেন। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কালো মানিক খ্যাত বিশ্ব ফুটবলের এ সম্রাটের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার অনবদ্য কীর্তিগাঁথার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।’

ফুটবলের রাজা পেলে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমান ফুটবলের রাজা 'কালোমানিক' পেলে।

ইত্তেফাক/জেডএইচ