রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

লুলার অভিষেকের আগে বলসোনারোর ব্রাজিল ত্যাগ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:০৪

ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের ৪৮ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের দিকে রওনা দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যাওয়ার আগে বিদায়ী ভাষণে লুলা বলেছেন, 'তিনি লড়াইয়ে হেরেছেন, যুদ্ধে নয়।' নতুন গন্তব্য কোথায় তা নিশ্চিত করেননি ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট। কিন্তু প্লেন ট্র্যাকিং ডেটা জানিয়েছে, তিনি ফ্লোরিডা যাচ্ছেন। ইতোমধ্যেই সেখানে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের ৪৮ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের দিকে রওনা দিয়েছেন।

৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দা সিলভা কট্টর ডানপন্থী নেতা বলসোনারোকে পরাজিত করেছেন। দুই ধাপের নির্বাচনে তিনি ২ মিলিয়নেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন।

বলসোনারো ব্রাজিলের ইতিহাসে প্রথমবারের মতো একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট পুনরায় নির্বাচনে জিততে ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচনের ফলাফল তিনি কখনোই মেনে নেননি। ভোটে ব্যাপক কারচুপির কোনো প্রমাণ দেখাতে পারেননি ডানপন্থী এই নেতা।

নির্বাচনে হারার পর থেকে বলসোনারো খুব কমই কথা বলেছেন। তিনি আগেই বলেছিলেন, ব্রাজিলের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসারে তিনি ১ জানুয়ারি লুলার হাতে প্রেসিডেন্ট স্যাশ হস্তান্তর করবেন না।

নির্বাচনে হারার পর থেকে বলসোনারো খুব কমই কথা বলেছেন।

তদুপরি, ক্ষমতা ছাড়ার পরে প্রেসিডেন্টের অনাক্রম্যতা প্রত্যাহার করা হলে বলসোনারোও আইনি সমস্যায় পড়ার ঝুঁকি নিয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্বে অবহেলা, সহিংসতায় উসকানিসহ নানা অভিযোগ রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরাও বর্তমানে ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তবে তিনিও লুলার হাতে প্রেসিডেন্টের স্যাশ হস্তান্তর করবেন না। এতে নতুন প্রেসিডেন্টের হাতে আনুষ্ঠানিকভাবে স্যাশ তুলে দেবেন প্রশ্ন।

ক্ষমতা ছাড়ার পরে প্রেসিডেন্টের অনাক্রম্যতা প্রত্যাহার করা হলে বলসোনারোও আইনি সমস্যায় পড়ার ঝুঁকি নিয়েছিলেন।

এয়ারট্রাফিক পর্যবেক্ষণকারী ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টের বিমানটি স্থানীয় সময় দুপুর ২টার কিছুক্ষণ পরেই ফ্লোরিডার অরল্যান্ডোর উদ্দেশ্যে ব্রাসিলিয়া ছেড়ে যায়। বলসোনারোর অফিস মন্তব্যের জন্য উপলব্ধ ছিল না। মার্কিন পররাষ্ট্র দপ্তরও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ভাষণ দেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট। এতে তিনি তার শাসনামলের বিভিন্ন উল্লেখযোগ্য কাজ বর্ণনা করেছেন এবং লুলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তার অনুসারীদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন।

সাবেক প্রেসিডেন্টের বিমানটি স্থানীয় সময় দুপুর ২টার কিছুক্ষণ পরেই ফ্লোরিডার অরল্যান্ডোর উদ্দেশ্যে ব্রাসিলিয়া ছেড়ে যায়।

এর আগে জেইর বলসোনারো নির্বাচনে হেরে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পরে ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন। গত ২২ নভেম্বর তিনি ঘোষণা দেন, এই নির্বাচনের ফলাফল মেনে নেবেন না। 

ইভিএম বা ভোটিং মেশিনে সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে ফলাফল বাতিল করে আবার নির্বাচন করতে হবে। ৭৭ বছর বয়সী লুলা প্রেসিডেন্ট নির্বাচনে ৫০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট। অর্থাৎ দুই শতাংশেরও কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

ইভিএম বা ভোটিং মেশিনে সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বলসোনারো দাবি করেছেন, এই ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগে তিনি লিখেছেন, ইভিএমে ত্রুটি ছিল। এ কারণেই ভোটের ফলাফল এলোমেলো হয়। লুলা খুব কম ব্যবধানে জিতেছেন। এ কারণে তিনি এই ফলাফল মানছেন না।

মূলত, নির্বাচনের আগে থেকেই ইভিএম নিয়ে আপত্তি ছিল বলসোনারোর। প্রাথমিক জরিপে দেখা গিয়েছিল, তিনি ভোটে হেরে যাচ্ছেন।

লুলা খুব কম ব্যবধানে জিতেছেন।

ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট এরই মধ্যে জানিয়ে দিয়েছে, নির্বাচনে পরাজিত হন বলসোনারো। নির্বাচন কমিটিও একই কথা বলেছে। ফলস্বরূপ, বলসোনারোর অবস্থান ভোটের ফলাফলের উপর কোন প্রভাব ফেলবে না। আগামী ১ জানুয়ারি শপথ নেবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট।

ইত্তেফাক/ডিএস