নেত্রকোণা জেলা সাহিত্য মেলায় মুক্তি পেল কবি ও গীতিকার এনামূল হক পলাশের ‘রাত্রির গান’ শিরোনামে গানটি। শনিবার (৩১ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে (ইউটিউব) গানটি মুক্তি দেওয়া হয়।
নেত্রকোণা জেলা সাহিত্য মেলায় ‘রাত্রির গান’ এর আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অনিমেষ সোম। এ সময় উপস্থিত ছিলেন গানটির গীতিকার কবি এনামূল হক পলাশ। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কবি ও লেখকরা, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা । এরপর গানটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি দেওয়া হয়।
দেশাত্মবোধক এই গানটিতে সুর দিয়েছেন গরীব বিজু। গানটিতে কণ্ঠ দিয়েছেন পিংকি নূর । তবলা বাজিয়েছেন শিল্পী গরীব বিজু নিজেই। ড্রাম বাজিয়েছে এএইচ রেমন। সার্বিকভাবে সহযোগিতা করেছেন অবসেশন এন্ড মোশন রক প্রোডাকশন। আরাফাত সোহাগ ও কবির সোহাগকে কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে।